প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট, গাজীপুর জেলার একটি অন্যতম প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে সরকারী, রেজিস্টার্ড বেসকারী এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক/শিক্ষিকাবৃন্দ তাদের পেশাগত মান উন্নয়নের লক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আদিষ্ট মতে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক ডেপুটেশন আদেশ পেয়ে অত্র প্রতিষ্ঠানে ভর্তি হন। ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কোর্স মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহ মহোদয় কর্তৃক নিদের্শনা মোতাবেক পরিচালিত হয়।
কৃতিত্বসূচক তথ্যাবলি
১. জাতীয় পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট - ২০১১- জনাব এস. এম. মফিজুর রহমান
২. জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পিটিআই- ২০১২
৩. জাতীয় পর্যায়ে সুন্দর হাতের লেখায় ১ম - ২০১১ - মোছা: নূরুন আরা নুর অনন্যা - পরীক্ষণ বিদ্যালয় শিক্ষার্থী
৪. জাতীয় পর্যায়ে রবীন্দ্র সংগীতে ১ম - ২০১১ - সাবিহা নূসরাত - প্রশিক্ষণার্থী ২য় শিফট
৫. জাতীয় পর্যায়ে একক অভিনয় - ১ম - ২০১১- রওনক জাহান - প্রশিক্ষণার্থী ২য় শিফট
৬. জাতীয় পর্যায়ে ভারসাম্য দৌড় - ১ম - ২০১১- নিলুফার ইয়াসমিন - প্রশিক্ষণার্থী ১ম শিফট
৭. জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি - ২য় - ২০১১- হাসনা হেনা - প্রশিক্ষণার্থী ১ম শিফট
৮. জাতীয় পর্যায়ে একক অভিনয় - ৩য় - ২০১১- তাসনোভা সারোয়ার - পরীক্ষণ বিদ্যালয় শিক্ষার্থী
৯. বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর - ২০১০- জনাব সুলতান উদ্দিন মোকামী
১০. বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর - ২০১১ - জনাব আইরিন পারভীন
১১. বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পিটিআই - ২০১০, ২০১১, ২০১২
সিটিজেন চার্টার
জয়দেবপুর পিটিআই,গাজীপুর।
ক্রমিক নং | প্রদেয় সেবা | সেবা গ্রহীতা | সেবা প্রাপ্তির জন্য করণীয় | সেবা প্রদানকারীর করণীয় | কার্য সম্পাদনের সময়সীমা | মন্তব্য
|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
01 | টাইমস্কেলের আবেদন নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা | যথাসময়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বিগত ৩-বছরের এসিআর ও সার্ভিস বুক (হালনাগাদ) জমা দিতে হবে। | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় উপপরিচালক এর নিকট প্রেরণ এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে অবহিত করতে হবে। | ৭ (সাত) কার্যদিবসের মধ্যে |
|
02 | দক্ষতাসীমা-র আবেদন নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা | যথাসময়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বিগত ৩-বছরের এসিআর ও সার্ভিস বুক (হালনাগাদ) জমা দিতে হবে। | যথাসময়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বিগত ৩-বছরের এসিআর ও সার্ভিস বুক (হালনাগাদ) জমা দিতে হবে। | ৭ (সাত) কার্যদিবসের মধ্যে |
|
03 | ০৩.এলপিআর/ল্যামগ্রান্ট এর আবেদন নিষ্পত্তি
| কর্মকর্তা/কর্মচারী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা | নি¤েœাক্ত কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে: ১. এস.এস.সি/স্কুল ত্যাগের সনদ ২. এলপিসি ৩. ১ম নিয়োগপত্র ৪. চাকুরীর খতিয়ান বহি ৫. ছুটি প্রাপ্তির সনদ | নি¤েœাক্ত কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে: ১. এস.এস.সি/স্কুল ত্যাগের সনদ ২. এলপিসি ৩. ১ম নিয়োগপত্র ৪. চাকুরীর খতিয়ান বহি ৫. ছুটি প্রাপ্তির সনদ | ৭ (সাত) কার্যদিবসের মধ্যে |
|
04 | ০৪.পেনশন কেস/ আবেদনের নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা | পেনশনের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। | নির্ধারিত সময়ের মধ্যে সংশি−ষ্ট সুপার-এর নিকট প্রেরণ ও আবেদনকারীকে অবহিত করতে হবে। | ৭ (সাত) কার্যদিবসের মধ্যে |
|
05 | ০৫. জিপিএফ থেকে ঋণ গ্রহণ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা | নির্ধারিত ফরমে হালনাগাদ একাউন্ট স্লিপ সহ আবেদন করতে হবে। | - | ১০ (দশ) কার্যদিবসের মধ্যে
|
|
06 | ০৬. জিপিএফ থেকে চূড়ান্ত উত্তোলনের আবেদন নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা | প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় উপপরিচালক এর নিকট প্রেরণ এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। | ৭ (সাত) কার্যদিবসের মধ্যে
|
|
07 | ০৭. গৃহনির্মাণ ও অন্যান্য ঋণের আবেদন | কর্মকর্তা/কর্মচারী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা | প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় উপপরিচালক এর নিকট প্রেরণ এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। | ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে
|
|
08 | ০৮. বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণের আবেদন নিষ্পত্তি
| ইন্সট্রাক্টর,সহকারী ইন্সট্রাক্টর | নিয়মানুযায়ী লিখিত আবেদন করতে হবে | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় উপপরিচালক এর নিকট প্রেরণ এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। | ৩(তিন) কার্যদিবসের মধ্যে
|
|
09 | নৈমিত্তিক ছুটি ব্যতীত বিভিন্ন প্রকার ছুটিসংক্রান্ত আবেদন নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা | প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে। | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় উপপরিচালক এর নিকট প্রেরণ এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। | ৩ (তিন) কার্যদিবসের মধ্যে
|
|
10 | ১০. বিদেশ ভ্রমণ/গমন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি । | কর্মকর্তা/কর্মচারী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা | প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সুপার,পিটিআই- এর নিকট লিখিত আবেদন করতে হবে | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় উপপরিচালক- এর নিকট প্রেরণ এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। | ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে
|
|
11 | ১১. বকেয়া বিল-এর আবেদন নিষ্পত্তি | কর্মকর্তা/কর্মচারী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা | প্রয়োজনীয়/আনুষঙ্গিক কাগজপত্রসহ বিল সুপার পিটিআই বরাবর উপস্থাপন করতে হবে। | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে বিভাগীয় উপপরিচালক- এর নিকট প্রেরণ এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে তা অবহিত করতে হবে। | ১০(দশ) কার্যদিবসের মধ্যে
|
|
12 | ১২. বার্ষিক গোপনীয় অনুবেদন/ প্রতিবেদন পূরণ/ লিখন (উপজেলা রির্সোস সেন্টার থেকে প্রাপ্ত ) | কর্মকর্তা/কর্মচারী | করনীয় নাই | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে প্রাপ্ত/পূরণকৃত ফরম প্রতিস্বাক্ষরান্তে এসিআর শাখায় প্রেরন নিশ্চিত ও সংশ্লিষ্ট ব্যক্তিকে তা অবহিত করতে হবে । | ৩১ শে মার্চের মধ্যে । | সংস্থাপন মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশানুযায়ী
|
13 | ১৩. বার্ষিক গোপনীয় অনুবেদন/প্রতিবেদন পূরণ / লিখন । | নিজস্ব দপ্তরের কর্মকর্তা /কর্মচারী/ শিক্ষক/শিক্ষিকা | যথাসময়ে নির্ধারিত ফরম পূরণ করে সপুার,পিটিআই -এর নিকট উপস্থাপন করতে হবে । | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে অনুস্বাক্ষর করে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা -এর নিকট প্রেরণ নিশ্চিত এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে তা অবহিত করতে হবে | ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে | সংস্থাপন মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশানুযায়ী
|
14 | ১৪. তথ্য প্রদান ও সরবরাহ দায়িত্ববান যে কোন ব্যক্তি/অভিভাবক/ ছাত্রছাত্রী
| দায়িত্ববান যে কোন ব্যক্তি/অভিভাবক/ ছাত্রছাত্রী |
অফিস প্রধানের নিকট পূর্ণ নাম ঠিকানাসহ সুস্পষ্ট কারন উল্লেখ করে লিখিত আবেদন/দরখাস্ত করতে হবে । | ৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে প্রদানযোগ্য তথ্য প্রদান/সরবরাহ করতে হবে, তবে নিজ এক্তিয়ারাধীন বিষয় না হলে যথাস্থানে আবেদনের পরামর্শ প্রদান করতে হবে। | সম্ভব হলে তাৎক্ষণিক, না হলে সর্বোচ্চ ৩ (তিন) কার্যদিবস ।
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস