গাজীপুর জেলার নবগঠিত সিটিকর্পোরেশনে অবস্থিত হারবাইদ উচ্চ বিদ্যালয় একটি গ্রামীন সহশিক্ষা প্রতিষ্ঠান। ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্র/ছাত্রীরা এখানে অধ্যয়ন করে। বিদ্যালয়টিতে পাকা আধাপাকা মিলিয়ে ৫টি ভবন আছে। পাকা বাউন্ডারী ওয়াল সহ একটি পাঠাগার, কম্পিউটার ল্যাব রয়েছে। প্রায় ৪৫ বছরের পুরানো ঐতিহ্য নিয়ে উন্নত যোগাযোগ ব্যবস্তা ও গ্রামীন মনোরম পরিবেশে বিদ্যালয়টির অবস্থান।
বর্তমানে বিদ্যালয়টি এডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে।
এডহক কমিটির সদস্যবৃন্দের নাম ও পদবী নিম্নরূপ
(১) জনাব আঃ মালেক সরকার - সভাপতি
(২) জনাব মোঃ আসাদুজ্জামান মিয়া - অভিভাবক প্রতিনিধি
(৩) জনাব মোঃ আক্তার হোসেন সরকার - শিক্ষক প্রতিনিধি
(৪) জনাব মোঃ সিরাজুল ইসলাম - প্রধান শিক্ষক/সম্পাদক
পরীক্ষার নাম | সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
জে.এস.সি | ২০০৮ | ---------------- | ---------------- |
২০০৯ | ---------------- | ---------------- | |
২০১০ | ১৬২ | ৬৯.৮৭% | |
২০১১ | ১৭৪ | ৭৮.৪৯% | |
২০১২ | ১৭৮ | ৯১.০১% | |
এস.এস.সি | ২০০৯ | ১৪১ | ৫৭.৪৫% |
২০১০ | ১২৯ | ৭৭.৫২% | |
২০১১ | ১২৭ | ৮১.৮৯% | |
২০১২ | ১৪৩ | ৭৯.০২% | |
২০১৩ | ১৫৮ | ৯৭.৪৫% |
সন | শ্রেণী | ছাত্র/ছাত্রীর সংখ্যা |
২০১৩ | ১০ম | ২৬ জন |
৯ম | ৩৪ জন | |
৮ম | ৪৩ জন | |
৭ম | ৩৭ জন | |
৬ষ্ঠ | ৩৭ জন | |
| সর্বমোট = ১৭৭ জন |
বিদ্যালয়টি এলাকার ঘরে ঘরে শিক্ষার আলো প্রজ্জ্বলিত করছে। এখানে অধ্যয়ন করে অনেক ছাত্র/ছাত্রী সমাজের উচ্চস্তরে আসীন হয়েছেন।
ভবিষ্যতে বিদ্যালয়টিকে উচ্চতর ধাপে উন্নীত করার পরিকল্পনা আছে।
হারবাইদ উচ্চ বিদ্যালয়
গাজীপুর জেলার নবগঠিত সিটিকর্পোরেশনে অবস্থিত হারবাইদ উচ্চ বিদ্যালয় একটি গ্রামীন সহশিক্ষা প্রতিষ্ঠান
মোবাইলঃ ০১৭১৫৭৫৯৪৭৩
(১) ডঃ মোঃ আলমগীর ভূঁইয়া- বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান।
(২) ডঃ মোঃ আবু তাহের-অধ্যাপক, ডুয়েট, ঢাকা।
(৩) ডঃ ফারুক আহাম্মেদ- সিনিয়র সহকারী সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
(৪) জনাব আঃ মালেক সরকার- উপরেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়।
(৫) ডাক্তার রুনা লায়লা(M.B.B.S)- পাথরঘাটা সরকারী হাসপাতাল, বরিশাল।
(৬) ডাক্তার মোঃ আলম শিকদার- (বিসিএস-স্বাস্থ্য), ওসমানী মেডিক্যাল কলেজ, সিলেট।
(৭) জনাব মোঃ ফরিদ হোসেন- উপপরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
(৮) মোঃ মাসুদ মোল্লা - প্রভাষক, ছাগলনাইয়া্ সরকারী ডিগ্রী কলেজ।
(৯) মাহবুব হোসেন ভূঁইয়া- অধ্যাপক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস