স্কুলটিতে পাঁচটি শ্রেনী কক্ষ এবং ১টি টিচার্স অফিস কক্ষ আছে। বেঞ্চ, চেয়ার, ব্লাক বোর্ড ,টিউবওয়েল সবই আছে।
২০০১ সালে পোতাবাড়ী এবং এর আশে পাশের গন্যমান্য ব্যক্তি বর্গ একটি জুনিয়র স্কল প্রতিষ্ঠা করে যার জমির পরিমান ৭০ শতাংশ।এর পাশেই কেজি স্কুলটি স্থাপিত হয়।
নার্সারী-২৫জন , প্রথম শ্রেনী-২০ জন, দ্বিতীয় শ্রেনী-২০জন, তৃতীয় শ্রেনী-২৫ জন , চতুর্থ শ্রেনী-২৫জন, পঞ্চম শ্রেনী-২৩জন।
বর্তমান পরিচালনা কমিটি
১। জনাব মোঃ রউফ, সভাপতি
০২। মোশারফ হোসেন, পরিচালক
০৩। নজরুল ইসলাম, সদস্য
০৪। আহসানুল হক , ,,
০৫। ইদ্রিস আলী, ,,
০৬। মোর্শেদ ,
০৭। সেলিম হোসেন,
০৮। সবুজ হোসেন,
০৯। আরজুদা আক্তার।
বিগত ৫ বছরের সমাপনী
২০১০ ও ২০১১ সালে শতভাগ পাশ।
স্কুলটি স্থাপিত হওয়ার পর অত্র এলাকার শিক্ষার মান উন্নয়ন ও ভর্তির হার শতভাগ নিশ্চত হয়েছেো
বিদ্যালয়টি শ্রীপুর উপজেলার মধ্যে একটি আদর্শ ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তলা আমাদের ভবিষ্যৎ করিকল্পনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস