গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নস্থিত ৭৭নং মৌজা নারায়নপুর গ্রামে ৫১নং বেড়াবাড়ী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। |
জনাব মোঃ ওসমান গণি সাহেবের দানকৃত জমিতে ১৯৪৬খ্রিঃ বিদ্যালয়টি প্রথম প্রতিষ্ঠিত হয় এবং তিনিই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় পরিচালিত হয়ে ১৯৭৩ সালে সরকারি অনুমোদন প্রাপ্ত হয়। ১৯৮৫ খ্রিঃ হতে ২০০৭ খ্রিঃ পর্যন্ত বিভিন্ন গ্রেডে মোট ১৯ জন বৃত্তি পায়। |
শিশু শ্রেণী-৫০, ১ম শ্রেণি-৫২, ২য় শ্রেণি-৫৫, ৩য় শ্রেণি-৬৪, ৪র্থ শ্রেণি-৫৭, ৫ম শ্রেণি-৪৮। |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | ক্রঃ নং | নাম | পদবী |
০১ | মোঃ নূরুজ্জামান | সভাপতি | |
০২ | আনোয়ার হেসেন | সদস্য | |
০৩ | জাহাঙ্গীর আলম | ’’ | |
০৪ | রফিকুল ইসলাম | ’’ | |
০৫ | কামাল | ’’ | |
০৬ | জয়নাল | ’’ | |
০৭ | রোকেয়া | ’’ | |
০৮ | রিতা | ’’ | |
০৯ | তাহমিনা | ’’ | |
১০ | মান্নান আকন্দ | ’’ | |
১১ | বিলকিছ বেগম | ’’ |
১ম-৮৬%, ২য়-৮৭%, ৩য়-৯০%, ৪র্থ-১০০%, ৫ম-১০০% |
একক ১০০ |
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১১ খ্রিঃ অর্জিত সাফল্য ১০০%। |
বিদ্যালয়টিকে একটি স্বপ্নের বিদ্যালয় হিসাবে গড়ে তোলা। |
বিলকিস বেগম, প্রধান শিক্ষক, ৫১নং বেড়াবাড়ী পূর্ব সরঃ প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর, গাজীপুর। মোবাঃ ০১৭১৮-৫৭৮৪৯৪ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস